৭ বছরপূর্তি উপলক্ষে ৭০০ জন শিক্ষার্থী পাচ্ছেন ফ্রিতে ডিজিটাল মার্কেটিং কোর্স করার সুযোগ
Join this amazing event and learn more!
৭ বছরপূর্তি উপলক্ষে ৭০০ জন শিক্ষার্থী পাচ্ছেন ফ্রিতে ডিজিটাল মার্কেটিং কোর্স করার সুযোগ
প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে কর্মজীবনের এক অদৃশ্য অসামঞ্জস্য যুগ যুগ ধরে চলছে।
ফলেই পড়াশোনা শেষ করেও হাজার হাজার তরুণ-তরুণী আজ ‘শিক্ষিত বেকার’।
আবার অনেকে চাকরি পেলেও পর্যাপ্ত আয়ের অভাবে হতাশ জীবন কাটান।
এর
মাঝে
করোনার
মতো
মহামারি, রাজনৈতিক অস্থিরতা, হরতাল-আন্দোলন-
সব
মিলিয়ে
কর্মসংস্থানের সংকটে
অসংখ্য
মানুষ
আজ
দিশেহারা।
এই
বাস্তবতায় বাঁচতে
হলে
দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই!
এই
লক্ষ্যকে সামনে
রেখে
২০১৯ সালে ‘Scholars IT’
যাত্রা
শুরু
করে-
দক্ষতা
উন্নয়নের মাধ্যমে যুব
সমাজকে
আত্মনির্ভর করে
তুলতে।
গত
৭
বছরে
অনলাইন
ও
অফলাইনে ৩০ হাজারেরও বেশি শিক্ষার্থীকে
দক্ষ
করে
তুলেছে
Scholars IT।
কোভিডের মতো
মহামারিতেও, কিংবা
আন্দোলন-লকডাউনের সময়েও
নিরবচ্ছিন্নভাবে কাজ
করেছে
এই
প্রতিষ্ঠান।
শুধু
প্রশিক্ষণ নয়,
Scholars IT সামাজিক দায়বদ্ধতাতেও বিশ্বাসী-
২০০+ মা-বাবাকে ঢাকায় এনে সন্তান ও অভিভাবকের মধ্যে সঠিক নৈতিক দায়িত্ববোধ গড়ে তোলার কাজ করেছে।
অসহায়দের মাঝে
খাবার
বিতরণ
বন্যা
ও
দুর্যোগে ত্রাণ
বিতরণ
শীতবস্ত্র বিতরণ
ঈদ
সামগ্রী বিতরণ
এমনকি
আহত
জুলাই যোদ্ধাদের পরিবারকে বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ প্রদান
করছে
আজও।
গত
৭
বছরে
Scholars IT কাজ
করেছে
সরকারের ICT মন্ত্রণালয়ের ও ঢাকা বিশ্ববিদ্যালয় এর
তত্বাবধানে Hire & Train - EDGE Project এর
সাথেও।
আজ
Scholars IT-এর
অসংখ্য
শিক্ষার্থী
দেশে-বিদেশে কেউ ফ্রিল্যান্সার, কেউ
চাকরিজীবী,
আবার
কেউ
হয়ে
উঠেছেন
সফল
উদ্যোক্তা।
আপনাদের ভালোবাসায় সিক্ত
হয়ে
Scholars IT উদযাপন
করছে
সফলতার
৭
বছর!
এই
৭
বছরপূর্তি
উপলক্ষে ৭০০
জন
শিক্ষার্থী পাচ্ছেন
১০০% ফ্রি স্কলারশিপ! অর্থাৎ ফ্রিতে ডিজিটাল
মার্কেটিং কোর্স করার সুযোগ
Event Details
- Date: Thursday, 01 Jan 1970
- Time:
- Venue:
- Ticket Price: 200 TK
- Weather: Good
- Seats: 1140
Event Starts In
Meet the Speakers
Engr Md Nur Nobi Khan
Digital Marketing
Muktaruzzaman
Digital Marketing
Humayra Akter Habib
Digital Marketing
Saddam Hossen
Graphic Design Mentor